🌺🌺একটি শিক্ষামূলক ও গুরুত্বপূর্ণ পোস্ট,, জানতে হলে পরতে হবে 🤔🤔
➡️➡️তুলসী মহিমা👇👇
👉হিন্দু ধর্মাবলম্বীদের কাছে গুল্মজাতীয় খর্বাকার উদ্ভিদ তুলসী গাছ অতি পবিত্র বিবেচিত। সম্ভবত একারণে তুলসী গাছ নেই এমন হিন্দুবাড়ী পাওয়া যাবে না। হিন্দুবাড়ীর তুলসী গাছগুলোর গোড়ায় ত্রিসন্ধ্যা জল ও আরতী পায়। এছাড়াও প্রতিদিনের গৃহ দেবতার পূজোয় বা ভোগে তুলসী পাতা, মঞ্জুরী ব্যবহার করা হয়। তুলসীর অতি পবিত্র বলে হিন্দু শাস্ত্রাদিতে বর্ণিত আছে “যারা প্রত্যহ তুলসীর দর্শন, স্পর্শন, ধ্যান, গুণ কীর্তন, প্রণাম, গুণশ্রবন, রোপন, জল প্রদান ও পূজা এই নয় প্রকারে তুলসীর ভজনা করেন তারা সহস্র কোটি যুগ পর্যন্ত বিষ্ঞুলোকে বসতি লাভ করেন”।
হিন্দুরা প্রতিদিন তুলসী পূজোয়ে যে সকল মন্ত্র বা শ্লোক বলে সেগুলো হল –
• তুলসীতে জলদান মন্ত্র- “ওঁ নমো গোবিন্দবল্লাভাং দেবীং ভক্ত চৈতন্যকারিনীম্ স্নাপয়ামি জগদ্ধাত্রীং বিষ্ণুভক্তি প্রদায়িনিম্।”
• তুলসী প্রণাম মন্ত্র- “ওঁ নমোবৃন্দায়ৈ তুলসীদেবৈ প্রিয়ায়ৈ কেশবস্য চ কৃষ্ণভক্তিপ্রদে দেবীঃ সত্যবত্যৈ নমোনমঃ।।”
• তুলসী চয়ন মন্ত্র- “নমতুলস্যমৃতনামাসি সদা ত্বং কেশব প্রিয়ে কেশবার্থে চিনোমি ত্বাং বরদা ভব শোভনে।।” (দ্বাদশী তিথিতে তুলসী চয়ন নিষিদ্ধ)
• তুলসী প্রদক্ষিণ মন্ত্র- “যানি কানি চ পাপানি ব্রহ্মহপ্যাদি কানি চ তানি তানি প্রণসান্তি প্রদক্ষিণ পদে পদে।।
বৈষ্ঞবীয় সাহিত্যে তুলসী সেবন লীলা বিষয়ে এভাবে লেখা হয়েছে-
“তুলসীর ভক্তি এবে শুন মন দিয়া।
যেরুপে কৈলেন লীলা তুলসী লইয়া।।
এক ক্ষুদ্র ভান্ডে দিব্য মৃত্রিকা পূরিয়া।
তুলসী দেখেন সেই ঘটে আরোপিয়া।।
প্রভু বলে আমি তুলসীরে না দেখিলে ।
ভাল নাহি বাসোঁ যেন মত্স্য বিনে জলে ।।
যবে চলে সংখ্যা নাম করিয়া গ্রহণ।
তুলসী লইয়া অগ্রে চলে একজন ।।
পশ্চাতে চলেন প্রভু তুলসী দেখিয়া।
পড়য়ে আনন্দ ধারা শ্রীঅঙ্গ বহিয়া।।
সংখ্যা নাম লইতে যে স্থানে প্রভু বৈসে ।
তথায় রাখেন তুলসীরে প্রভু পাশে ।।
তুলসীরে দেখেন জপেন সংখ্যা নাম।
এ ভক্তিযোগের তত্ত্ব কে বুঝিবে আন ।।
পুনঃ সেই সংখ্যা নাম সম্পূর্ণ করিয়া । চলেন ঈশ্বর সঙ্গে তুলসী লইয়া।। ।।“
….. চৈঃ ভাঃ অঃ ১৫৪ -১৬১
তুলসী পাতা এতই পবিত্র যে, এটি একমাত্র পরমেশ্বর ভগবান শ্রীবিষ্ঞুর পাদপদ্দ ব্যতীত অন্য কোন দেবতা বা দেবীর চরনে তুলসীপাতা অর্ঘ্য হিসাবে দেয়া যায় না। অবশ্য লক্ষ্মীদেবীর পুজোয় তুলসী পাতার প্রয়োজন হয় না। এছাড়া সকল দেবতা দেবী পূজোর ভোগে তুলসী পাতা ও মঞ্জুর অত্যাবশ্যক। তুলসী পাতা ভিজানো জল ছটা গৃহাদি পবিত্র করনের কাজে ব্যবহার করা হয়। গভীর ধর্মীয় আঙ্গিকে হিন্দু সমাজে তুলসী গাছের এতো মহিমা প্রচার করে এবং তদানুযায়ী এর পূজন ও যত্ন করা হয়।

0 Comments