ভগবান ভক্তের হৃদয়ে বাস করেন




👉ভগবান ভক্তের হৃদয়ে বাস করেন
তেষাম্ এব অনুকম্পার্থম্ অহম্ অজ্ঞানজম্ তমঃ।
নাশয়ামি আত্ম-ভাবস্থো জ্ঞান-দীপেন ভাস্বতা।।
শ্রীমদ্ভগবদগীতা ১০/১১
অনুবাদঃ তাঁদের প্রতি অনুগ্রহ করে, আমি তাঁদের হৃদয়ে অবস্থিত হয়ে উজ্জ্বল জ্ঞান-প্রদীপের দ্বারা অজ্ঞানজনিত মোহান্ধকার নাশ করি।
তাৎপর্যঃ ভক্তিযোগে ভগবানের সেবা করার মাধ্যমেই পরমতত্ত্ব শ্রীকৃষ্ণকে তুষ্ট করা যায় এবং তাঁর অচিন্ত্য শক্তির প্রভাবে তিনি তাঁর শুদ্ধ ভক্তের হৃদয়ে নিজেকে প্রকাশিত করেন। শ্রীকৃষ্ণ সর্বদাই তাঁর শুদ্ধভক্তের হৃদয়ে বিরাজমান। তাই তিনি সূর্যের মতো অজ্ঞানতার সমস্ত অন্ধকার বিদূরিত করেন। শুদ্ধভক্তের প্রতি ভগবানের এটি একটি বিশেষ কৃপা।

Post a Comment

0 Comments

Close Menu